তিনি বলেন, এ বিষয়ে কোন কম্প্রোমাইজের সুযোগ নেই। এটি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সুপারভাইজারদের সঙ্গে আন্তঃবৈঠক করবেন।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ‘কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবেহকরণ ও বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে ব্যাপক প্রচারণা ও বাস্তবায়ন বিষয়ক’ মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র টিটু।
যারা নির্ধারিত স্থানের বাইরে উন্মুক্ত জায়গায় যত্রতত্র পশু কোরবানি করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মেয়র ইকরামুল হক টিটু বলেন, কাউন্সিলররা এ বিষয়টি সমন্বয় করবেন। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রতিটি ওয়ার্ড, মহল্লা ঘুরে ঘুরে দেখবেন। কোনো অবস্থাতেই উন্মুক্ত স্থানে পশু কোরবানি করা যাবে না।
কোরবানির পশু বর্জ্য অপসারণের এ মতবিনিময় সভায় মেয়র ইকরামুল হক টিটু ডেঙ্গু নির্মুলেও সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি বলেন, একমাত্র স্প্রে দ্বারা বা ওষুধ ছিটিয়ে এডিস মশা নির্মূল করা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার আগে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আঙ্গিনা পরিষ্কারের পাশাপাশি ঘরের ভেতর ফ্রিজ-এসি, ফুলের টবে পানি জমলে সেটিও দ্রুত অপসারণ করতে হবে।
ঢাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ঈদ করতে বাড়ি ফিরবে জানিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নগর পিতা বলেন, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে প্রায় সাড়ে তিনশ’ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে শতকরা ৯৯ ভাগ রোগেই ঢাকা থেকে আক্রান্ত। তাদের বেশিরভাগ ঢাকা, নেত্রকোণা, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর ও গাজীপুর থেকে এসেছেন।
ডেঙ্গু নির্মূল অভিযানে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মেয়র টিটু বলেন, আমি গত কয়েকদিনে কমপক্ষে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। এর মধ্যে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ঝোপঝাড়-জঙ্গল রয়েছে। ময়লা-আবর্জনায় স্কুল প্রাঙ্গণগুলো পরিপূর্ণ।
‘কাউন্সিলররা দায়িত্ব নিয়ে তাদেরকে কঠোর দিক নির্দেশনা দিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করা যাবে। কোনো ওয়ার্ডে কেউ একজন ডেঙ্গু আক্রান্ত হলে পর্যায়ক্রমে অনেকেই আক্রান্ত হবেন। এজন্য আগেভাগে সতর্কতা অবলম্বন করতে হবে। স্কুল-কলেজ বন্ধ হওয়ার আগেই অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিষ্কার করতে হবে। ’
সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২/১ দিন মশকনিধন ও লার্ভানিধনের কার্যক্রম পুরোদমে চলবে।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএএএম/এসএ