দীর্ঘ চার বছর ধরে লালন-পালন করে রাজা ও বাবুকে বড় করেছেন তিনি। তুলতে চান এবারের পশুর হাটে।
সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের কৃষ্ণপদ সরকার বাংলানিউজকে জানান, রাজা ও বাবু দু’টো গরুই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। ভুষি, শুকনা খড়, কাঁচা ঘাস, কুড়া ইত্যাদি খাইয়ে রাজা ও বাবুকে বড় করা হয়েছে। দিনে তাদের কমপক্ষে থেকে তিন বার গোসল করাতে হয়। বছরে গরু দু’টির পেছনে আড়াই থেকে তিন লাখ টাকা খরচ। এবারের ঈদে রাজা-বাবুকে ছেড়ে দিতে চান তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে ঢাকা থেকে এক ব্যাপারী এসে ১৩ লাখ টাকায় গরু দু’টি কিনতে চাইলেও বিক্রি করিনি। ২০ লাখের নিচে বিক্রি করলে খরচ উঠবে না।
কৃষ্ণপদ সরকারের দাবি, তার গরু দু’টিই সাতক্ষীরার সবচেয়ে বড় ও বেশি ওজনের গরু। এখন ন্যায্যমূল্যে গরু দু’টি বিক্রি করতে পারলেই হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এসএ/