মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজার সংলগ্ন স্থানে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে জামিনে থাকা আসামিসহ পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন চলাকালে নিহত আজিজারের স্ত্রী ও মামলার বাদী মায়া বেগম বলেন, ছয় আসামির মধ্যে চারজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছে। বাকি আসামিদের কাউকেই পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি। এমনকি জামিন পাওয়া আসামিরা মামলা তুলে নিতে আমাদেরকে হুমকি দিলেও নিরব রয়েছে প্রশাসন। মামলার সাক্ষীদেরকেও খুন ও গুমের হুমকি দিচ্ছে আসামিরা।
২০১৮ সালের ১০ অক্টোবর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলি রেজা সুজন ও তার লোকজন ছুরিকাঘাতে আহত করে আজিজার মেম্বারকে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন আজিজারের মৃত্যু হয়।
এ ঘটনায় আজিজারের স্ত্রী মায়া বেগম ছয়জনের নাম উল্লেখ করে ও আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতে চারজন আত্মসমর্পণ করলে তাদের জামিনে মুক্তি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএ/