মঙ্গলবার (০৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নাইমের বাবা হিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
তারা আরও জানান, শত্রুতার জেরে একদল প্রতিবেশী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, শত্রুতার জেরে প্রতিবেশীরা নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত নাঈমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
কৌশলগত কারণে প্রতিবেশীদের নাম পরিচয় জানাননি ওসি।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআরএম/আরএ