বুধবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে সুষমা স্বরাজের অবদান বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে।
ড. মোমেন সুষমা স্বরাজের শোক সন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এর আগে ৬ আগস্ট (মঙ্গলবার) রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
টিআর/এএটি