বুধবার (০৭ আগস্ট) বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিম নওগারঁ ধামইরহাট উপজেলার মুকিন্দিপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে আব্দুর রহিম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও কোথাও তার সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালে জয়পুরহাটের হরিপুর এলাকায় তার গলা কাটা মরদেহের সন্ধান পান।
তার ভ্যানটি অন্য একটি জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, ০৭ আগস্ট, ২০১৯
আরএ