ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ, আ’লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ, আ’লীগ নেতার মরদেহ উদ্ধার ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার শ্রীপুরে গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আমিরুল মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে আসা ডুবুরি দল কুমার নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। আমিরুল মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

আমিরুলের ভাই বাহারুল মোল্লা বাংলানিউজকে জানান, গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষের ঘটনায় আমিরুলের নামে শ্রীপুর থানায় মামলা ছিল।  মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে আমিরুল শ্রীকোল বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাকে ধাওয়া দেয়। এ সময় আমিরুল গ্রেফতার এড়াতে দৌড়ে কুমার নদীতে ঝাঁপ দেন। পরে মাঝনদীতে গিয়ে ডুবে যান। উপস্থিত লোকজন ও দমকল কর্মীরা নদীতে নেমে দীর্ঘ সময় খোঁজাখুজি করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বুধবার সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আমিরুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় সংর্ঘষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।