এর আগে রোববার (০৪ আগস্ট) যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এ দিন কমিশনটির প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় পৃথক দুইটি নোটিশ পাঠানো হয়।
বুধবার কমিশনটির জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে তিনি বলেন, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর আজ দুদকে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তারা সময় বাড়ানোর আবেদন করেন। দুদক তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ আগস্ট হাজির হতে বলেছে।
ওই নোটিশে এও বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএমএকে/টিএ