বুধবার (০৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শফিপুর লঞ্চঘাট এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। আসমা উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ঘটনা নিশ্চিত করে জানান, আসমা ঢাকা থেকে ইয়াবা নিয়ে এমভি হাসান-হোসেন-২ নামক লঞ্চযোগে মুলাদীতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শফিপুর লঞ্চঘাট এলাকায় অবস্থানের সময় লঞ্চটিতে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএস/এইচজে/জেডএস