ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মশা নিধন অভিযানের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
খাগড়াছড়িতে মশা নিধন অভিযানের উদ্বোধন

খাগড়াছড়ি: ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনের লক্ষ্যে সারা দেশের মতো খাগড়াছড়িতেও ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) সকালে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন।

পরে শহরের সব ওয়ার্ডে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

এছাড়া বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ায় এ অভিযান অব্যাহত রয়েছে।

পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এডি/এইচজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।