ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মুন্সিগঞ্জ: পদ্মা নদীতে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ।

বুধবার(৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৯টি ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকেই বন্ধ রয়েছে লঞ্চ ও সি-বোট চলাচল।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) ভোর থেকেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে নৌরুটে। কয়েক দফা ফেরি বন্ধ আবার চালু হয়। শিমুলিয়া ঘাট এলাকায় এখন পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক গাড়ি। সকাল থেকেই বৈরী আবহাওয়া আর নদীতে প্রচণ্ড স্রোত আর বাতাসের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেনা ফেরিগুলো। এরকম পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চারটি রো-রোসহ ১৯টি ফেরি বন্ধ রাখা হয়েছে। এছাড়া তীব্র ঢেউয়ের কারণে ২, ৩, ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে।  

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান বাংলানিউজকে বলেন, সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হবে না।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।