ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে এ‌টিএম বু‌থের নিরাপত্তাকর্মী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
গাজীপু‌রে এ‌টিএম বু‌থের নিরাপত্তাকর্মী খুন

গাজীপুর: গাজীপু‌র সি‌টি কর‌পো‌রেশ‌নের বোর্ডবাজার এলাকায় এক‌টি এ‌টিএম বু‌থের নিরাপত্তাকর্মী‌কে কু‌পি‌য়ে খুন করা হ‌য়ে‌ছে।

বুধবার (৭ আগস্ট) এ ঘটনা ঘ‌টে। নিহত জাহাঙ্গীর আলম (৪৩) ময়মন‌সিংহের ইশ্বরগঞ্জ থানার চরপূবাইল এলাকার মোহাম্মদ আলীর ছে‌লে জাহাঙ্গীর আলম (৪৩)।

গাছা থানার উপ-প‌রিদর্শক (এসআই) সজল বাংলানিউজকে জানান, বোর্ডবাজার এলাকায় বাসা ভাড়া থে‌কে একটি ব্যাং‌কের এ‌টিএম বু‌থের নিরাপত্তাকর্মী‌ হি‌সে‌বে চাকরি কর‌তেন জাহাঙ্গীর আলম। রা‌তে তি‌নি ওই ব্যাং‌কের বোর্ডবাজার শাখার এ‌টিএম বু‌থে নিরাপত্তাকর্মীর দা‌য়িত্ব পালন কর‌ছিল। একপর্যা‌য়ে ভো‌রে দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যায়। সকা‌লে এক গ্রাহক বু‌থে গি‌য়ে জাহাঙ্গী‌রের মর‌দেহ বু‌থের ভেতর প‌ড়ে থাক‌তে দে‌খেন।

এসআই আরও জানান, খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে এ‌টিএম বুথ থে‌কে কোনো টাকা পয়সা লুট হয়‌নি।

নিহ‌ত ব্যক্তির শরী‌রে ধারা‌লো অ‌স্ত্রের কোপ র‌য়ে‌ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।