রাজধানীর পল্টনের এনসিসি ভবনের সামনে থেকে ওই চক্রের তিন সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি ও একটি ঝান্ডু বামের কৌটা উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন, জুম্মন শেখ (৩০), রুবেল (২৫) ও গোলাম মোস্তফা (৬২)।
বুধবার (৭ আগস্ট) আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফায়জুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্টনের এনসিসি ভবনের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তারা সুবিধাজনক স্থানে সুযোগ বুঝে পথচারীদের পথরোধ করে চোখে ‘ঝান্ডু বাম’ মলম দিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারাত্মক জখম ও ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল।
আটক তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে পল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
পিএম/এএটি