ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘সজীব ওয়াজেদ জয়’ পরিষদের নামে প্রেস বিজ্ঞপ্তি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
‘সজীব ওয়াজেদ জয়’ পরিষদের নামে প্রেস বিজ্ঞপ্তি, আটক ২

ঢাকা: ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ' সংগঠনের নামে ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তি প্রচারের দায়ে দু’জনকে আটক করেছে র‌্যাব-১।

আটককরা হলেন- লায়ন মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এম আই তনয়।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।



তিনি জানান, ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের সংগঠনটি অনুমোদনহীন সংগঠন। সংগঠনের নামে ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে, যা জনমনে ভীতি ও বিভ্রান্তির সৃষ্টি করে।

ভুয়া নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।