ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

বুধবার (০৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে দুই আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন।

তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।