বুধবার (০৭ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাজনপট্টি ক্রোকারিজ পাইকারি মার্কেটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাজনপট্টিতে এক লাইনে অন্তত ১৫/২০টি ক্রোকারিজ পণ্যের গুদাম রয়েছে।
দমকল বাহিনী সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ করে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করা যায়নি। এরপরও কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হবে। তবে আগুনে ৬টি গুদাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজের তদারকি করেন এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনইউ/ওএইচ