ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে আগুনে পুড়ে ছাই ১৫ ক্রোকারিজ গুদাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
সিলেটে আগুনে পুড়ে ছাই ১৫ ক্রোকারিজ গুদাম

সিলেট: সিলেট নগরের বন্দরবাজার মহাজনপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫টি ক্রোকারিজ গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (০৭ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাজনপট্টি ক্রোকারিজ পাইকারি মার্কেটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাজনপট্টিতে এক লাইনে অন্তত ১৫/২০টি ক্রোকারিজ পণ্যের গুদাম রয়েছে।

বুধবার দুপুরে কোনো একটি গুদাম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন জড়িয়ে প্রায় ১৫টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ করে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করা যায়নি। এরপরও কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হবে। তবে আগুনে ৬টি গুদাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজের তদারকি করেন এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনইউ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।