বুধবার (৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- মফিজ উদ্দিন সরকার ও মো. আবু জাহের খান।
সুহারা উম্মার দেবর আব্বাস আলীর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, কুয়েতে বসবাসকালে (আব্বাসের বড় ভাই) জহিরুল ইসলাম ওরফে হাফিজের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক সুহারা উম্মার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। এরপর রাজধানীর শ্যামপুরে জিয়া সরণির গ্যাস রোডে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ২০০৪ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় ওই বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ভায়রা মফিজ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে সুহারা উম্মার বাসায় যান ও শ্বাসরোধে তাকে হত্যা করেন।
পরের দিন শ্যামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ বছরে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে শেষে আদালত বুধবার এ মামলার রায় দেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএআর/এইচজে/এইচএ