ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ঝড়ে গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
নলডাঙ্গায় ঝড়ে গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় আকস্মিক ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে মো. সোহাগ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আব্দুল আজিজ (৩০) নামে অপর এক আরোহী।

বুধবার (৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার নলডাঙ্গা- হাপানিয়া সড়কের নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইয়াদ আলী মণ্ডলের ছেলে এবং আহত আজিজ একই উপজেলার নওদাপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে সোহাগ ও আজিজ নওদাপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ওই বিদ্যালয়ের সামনে হঠাৎ ঝড়ো বাতাসে রাস্তার পাশের একটি ছোট গাছ ভেঙে তাদের ওপর পড়ে। এতে ছিটকে বারনই নদীতে পড়ে তলিয়ে যান সোহাগ। আর আজিজ নদীর তীরে গিয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা আজিজকে উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আর সোহাগকে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।