ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিবেশী দেশে বেশি বৃষ্টিপাত হলে বাংলাদেশে বন্যা হবেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
প্রতিবেশী দেশে বেশি বৃষ্টিপাত হলে বাংলাদেশে বন্যা হবেই

চাঁদপুর: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রতিবেশী দেশে বেশি বৃষ্টিপাত হলে বাংলাদেশে বন্যা হবেই। সরকারের ডেল্টা প্ল্যান কর্মসূচি চলমান থাকায় এবারের বন্যায় অতীতের চেয়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে। সারাদেশে ৪৪৮টি খাল খনন কর্মসূচি চলছে। এতে বন্যার ক্ষয়ক্ষতি আগামীতে আরও কমে আসবে।

বুধবার (০৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের পুরানবাজারে শহররক্ষা বাঁধের ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলিত মাসের শেষ দিকে আবারও বন্যার যে পূর্বাভাস রয়েছে সে সম্পর্কে সরকারের প্রস্তুতি রয়েছে যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিক উল্যাহ, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।