বুধবার (০৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের পুরানবাজারে শহররক্ষা বাঁধের ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলিত মাসের শেষ দিকে আবারও বন্যার যে পূর্বাভাস রয়েছে সে সম্পর্কে সরকারের প্রস্তুতি রয়েছে যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিক উল্যাহ, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি