ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু রোধে ঈদে বাড়ি যাওয়ার আগে যা করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গু রোধে ঈদে বাড়ি যাওয়ার আগে যা করবেন ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। ফাইল ফটো

ঢাকা: স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছে অসংখ্য মানুষ। কয়েকদিনের মধ্যেই ফাঁকা হয়ে যাবে ঢাকা। এসময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে বেশকিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার।

এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, বাসার সব কক্ষের দরজা-জানালা ভালো ভাবে বন্ধ রাখুন। টয়লেটের কমোড ঢেকে রেখে যান, বাথরুম বা টয়লেটের জানালা বন্ধ রাখুন।

বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যান।

বারান্দায় বা ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রেখে যাবেন না, যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা। এসব জায়গায় অ্যারোসল স্প্রে করে যান।

ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন। রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে, তা খেয়াল করুন।

যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে যান ও অ্যারোসল স্প্রে করুন।

অব্যবহৃত বোতল বা কন্টেইনার রেখে যাবেন না। অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দিন।

অফিস বা কর্মস্থলেও একই ধরনের ব্যবস্থা নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।