এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, বাসার সব কক্ষের দরজা-জানালা ভালো ভাবে বন্ধ রাখুন। টয়লেটের কমোড ঢেকে রেখে যান, বাথরুম বা টয়লেটের জানালা বন্ধ রাখুন।
বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যান।
বারান্দায় বা ছাদে ফুলের টব বা এমন কোনো পাত্র রেখে যাবেন না, যেখানে বৃষ্টির পানি জমতে পারে।
সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা। এসব জায়গায় অ্যারোসল স্প্রে করে যান।
ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন। রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে, তা খেয়াল করুন।
যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে যান ও অ্যারোসল স্প্রে করুন।
অব্যবহৃত বোতল বা কন্টেইনার রেখে যাবেন না। অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দিন।
অফিস বা কর্মস্থলেও একই ধরনের ব্যবস্থা নেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআইএইচ/একে