টহলদল ও জব্দ করা কাভার্ডভ্যান। ছবি: বাংলানিউজ
ফেনী: ফেনীতে অবৈধভাবে পাচারের সময় তিনশ’ ঘনফুট কাঠসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সামাজিক বন বিভাগের টহলদল। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
বিশেষ টহলদলের প্রধান বাবুল চন্দ্র ভৌমিক বাংলানিউজকে জানান, অবৈধভাবে পাচারের সময় ফেনীর মহিপাল এলাকা থেকে ৩০০ ঘনফুট চোরাই কাঠসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।