ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে র‌্যাবের দুই ভুয়া সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বরিশালে র‌্যাবের দুই ভুয়া সদস্য আটক

ব‌রিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে র‌্যাব সদস্য পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পূর্ব তারুলি এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৫) ও ঝালকাঠি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফজলুল হকের ছেলে সাইফুল হক লেলিন (৩৪)।

পুলিশ জানায়, র‌্যাব সদস্য পরিচয়ে কৃষ্ণকাঠি এলাকার মাইনুল হক দিপুর বাড়িতে চাঁদা দাবি করে দুই ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, ভুক্তভোগী পরিবার আটকদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।