বুধবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার উত্তর গয়াবাড়ি ধনীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলানিউজকে বলেন, ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের বিয়ে দিয়েছে সম্প্রতি। ছোট ছেলে ও মেয়ে ঘটনার সময় স্কুলে ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ঘরের ভেতর কখন মারা গেছে তা কেউ জানাতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এনটি