ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রী ওঠানোর ১ ঘণ্টা আগে অ্যারোসল দেওয়ার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
যাত্রী ওঠানোর ১ ঘণ্টা আগে অ্যারোসল দেওয়ার পরামর্শ মহাখালী টার্মিনালে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম

ঢাকা: ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোতে যাত্রী ওঠানোর অন্তত এক ঘণ্টা আগে অ্যারোসল ছিটানোর পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। প্রয়োজনে বিশেষজ্ঞ ও চিকিৎসকের সঙ্গে আলোচনা করে দিক নির্দেশনা নেওয়ারও পরামর্শ দেন মেয়র।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর মহাখালী টার্মিনালে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক সমাবেশে এ পরামর্শ দেন আতিকুল ইসলাম।  

সম্প্রতি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আতিকুল ইসলাম বলেন, ঈদের সময় অনেক মানুষ ঢাকা ছাড়ছেন।

এতে ডেঙ্গু সংক্রমণ বাড়ার একটা বড় ঝুঁকি থাকে। আবার বাসে করে যারা যাচ্ছেন তাদেরও খুব ঝুঁকি থাকে। এরজন্য অ্যারোসল দিতে হবে এবং অনেক বাসে দেওয়াও হচ্ছে।  

এসময় বাস মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তবে যাত্রী বসার সঙ্গে সঙ্গে অ্যারোসল দিলে হবে না। যাত্রী বসার অন্তত এক ঘণ্টা আগে দিতে হবে। প্রয়োজনে সঠিক সময় জানতে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেবেন। ডেঙ্গু দমনে সবার সাহায্য লাগবে আর আমাদের দরকার ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্ট। আর এই মুহূর্তে আমাদের সবার সচেতনতা বাড়াতে হবে। সম্প্রতি একটি বাড়ি থেকেই ৭০ হাজার লার্ভা ধ্বংস করছি। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।  

সভায় সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ঈদে বাড়ি যাচ্ছেন তাদের সচেতন করতেই আজকের এ উদ্যোগ। আমরা চাই সবাই সচেতন হোক। আমরা লিফলেট বিতরণ করছি, অ্যারোসল স্প্রে করছি। আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তরে মুক্তিযুদ্ধের মতো সবাই একত্রিত হয়ে কাজ করলে ডেঙ্গু মোকাবিলা করা যাবে।  

সভায় অন্যদের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৭,২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।