বুধবার (০৭ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারতীয় বিএসএফ’র ১১২ ব্যাটালিয়নের নবাগত ভারপ্রাপ্ত কমান্ড্যান্টের মধ্যে পরিচিতি এবং সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। এছাড়া উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশিদ ও মাদরা বিওপির সুবেদার আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএসএফ’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চন্দন শিখর। এছাড়াও স্টাফ অফিসার রাজদ্বীপ চৌধুরীসহ তিনজন কোম্পানি কমান্ডার ছিলেন।
সৌজন্য সাক্ষাতের পর বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তে শান্তি বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে দুই দেশের কমান্ডার একমত পোষণ করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি