বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটা থেকে বেতন-বোনাসের দাবিতে তারা সড়ক অবরোধ করে রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক জারা জিন্স গার্মেন্টসের এক মহিলা শ্রমিক বাংলানিউজকে বলেন, আমাদের বেতন-বোনাসের জন্য গার্মেন্টসের মধ্যে বহু আন্দোলন করেছি।
জারা জিন্স গার্মেন্টসের অপর শ্রমিক মো. মইনের কথা একই। তিনি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত আমাদের বেতন-বোনাস কিছুই হয়নি। আগামীকাল থেকে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বেতন ছাড়া আমরা কীভাবে ঈদ করব? এ দাবিতে দুপুর থেকেই আমরা রাস্তা বন্ধ করে আন্দোলনের নেমেছি।
মিরপুর জোনের ট্র্যাফিক সার্জেন্ট তন্ময় দাস বাংলানিউজকে বলেন, বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা সাড়ে তিনটা থেকে রাস্তা অবরোধ করে বসে আছে। শ্রমিকরা কোনো গাড়ি ভাঙচুর করেনি। শুধু রাস্তা অবরোধ করে বসে আছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমআই/এইচএডি