বুধবার (৭ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে দুদকের ঢাকা কার্যালয় ১-এ মামলাটি (নম্বর-৮) দায়ের করেন।
জানা যায়, দুদকের অনুসন্ধানে মিজানুর রহমানের ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএমএকে/একে