ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মিজানের নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
সাবেক এমপি মিজানের নামে দুদকের মামলা ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে দুদকের ঢাকা কার্যালয় ১-এ মামলাটি (নম্বর-৮) দায়ের করেন।

 

জানা যায়, দুদকের অনুসন্ধানে মিজানুর রহমানের ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।