বুধবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেনী জেলায় ১০২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্ত পথে চোরাচালান বন্ধসহ মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে বিজিবি এরমধ্যে ৩৩৬টি জনসচেতনতামূলক সভা করেছে।
তিনি আরও বলেন, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী কেউ রেহাই পাবে না। অপরাধীদের সংখ্যা অল্প তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
এসময় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রবিউল হক রবি, নুরুজ্জামান সুমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/