ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে ঢামেকে আরও ২ নারীর মৃত্যু, মোট ২০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গুতে ঢামেকে আরও ২ নারীর মৃত্যু, মোট ২০ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসিয়া (৩৫) ও আমেনা (৬০) নামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে হাসপাতালটিতে মোট ২০ জন মারা গেলো।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে আইসিইউতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান আসিয়া।

গত রোববার (৪ আগস্ট) থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।  

আসিয়ার ছেলে জাহিদুল বাংলানিউজকে জানান, তাদের বাড়ি কুমিল্লা লাকসাম উপজেলার গজারিয়া গ্রামে। বাবার নাম জাবেদ আলী। ১০-১২ দিন ধরে তার মায়ের জ্বর ছিল। গত শুক্রবার (২ আগস্ট) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান আমেনা। তার বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।