ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
অটোরিকশার ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত আনোয়ার হোসেন (৩৯) নামের পুলিশের এক সদস্য মারা গেছেন। তিনি সিআইডি বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

নিহত আনোয়ারের ভাগ্নে মো. মিঠুন জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হামজা গ্রামে। নিহত আনোয়ার হোসেনের বাবার নাম আব্দুস সালাম। তার স্ত্রী জাহানারা বেগম রুমু দুই ছেলে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আনোয়ার সকালে বাসাবো এলাকায় অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।