ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে জেলের মৃত্যু

পটুয়াখালী: বৈরী আবহাওয়ায় উত্তাল থাকা বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ফরহাদ হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

বুধবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার সোনারচর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

ফরহাদ চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এ কারণে চরআন্ডা গ্রামের মিলন হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে চরমোন্তাজের উদ্দেশে রওনা হয়। এক পর্যায়ে ট্রলারটিতে সাতজন জেলে নিয়ে ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার ছয় জেলেকে জীবিত ও ফরহাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।