ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কিমড পাউডার-লবণ-সোডিয়ামে তৈরি দুধ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
স্কিমড পাউডার-লবণ-সোডিয়ামে তৈরি দুধ! ভেজাল দুধ ও দই উৎপাদন করে 'ডেইরি ফ্রেশ' ব্র্যান্ডে বাজারজাত করতো

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের দাবি, স্কিমড পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ ও দই উৎপাদন করে 'ডেইরি ফ্রেশ ব্র্যান্ডে' বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।

বুধবার (৭ আগস্ট) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১১ আড়াইহাজারের পুরিন্দা বাজারের 'বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড' নামে প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালায়।

আটকরা হলেন- প্রতিষ্ঠানের এমডি আবুল কালাম আজাদ শহীন (৩২), ডিজিএম আব্দুল আজিজ (৫৬), জিএম মো. আমিনুল হক (৫৪), মো. রায়হান মিয়া (২১),  আরিফুল ইসলাম (২৭), মো. আবুল কাশেম (৩২), মো. তারেক মাহমুদ (৩০), টুটুল সরকার (২৮), রিফাত আহম্মেদ (২৩), মো. দ্বীন ইসলাম (৩৮), মো. আসিফ শেখ (১৮) ও মো. জাফর (৪০)।

সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে 'বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড' নামে দুধ উৎপাদন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি স্কিমড পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ ও তরল দুধের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল দুধ ও দই উৎপাদন করে 'ডেইরি ফ্রেশ' ব্র্যান্ডে বাজারজাত করতো। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা ও ১০ জনকে আটক করা হয়।

আটক প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাপরবর্তীতে আটকদের মধ্যে মধ্যে ছয়জনকে দু’বছর করে ও চারজনকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্কাস আলী ও এমডি আজগর আহমেদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধের বিষয়ে তিনটি সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্ট ২৮ জুলাই স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন, ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বিরত রাখতে হবে। এ ১৪টি কোম্পানির মধ্যে একটি হলো 'বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ'।

এ বিষয়ে সারওয়ার আলম বলেন, হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রতিষ্ঠানটি আদালতে আবেদন করলে আদালত পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেন। যার কারণে প্রতিষ্ঠান তাদের উৎপাদন ও বিপণন চালু রেখেছিল।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।