ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মনিরুদ্দিন মনির (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ আগস্ট) দুপুরে চনপাড়া-ইছাখালী সড়কের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।  

মনিরুদ্দিন বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা বলেন, মনির বড়ালু বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ালু পাড়াগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অনটেস্ট মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।