বুধবার (৭ আগস্ট) বিকেলে শহরের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাহিদ জেলা সদর পৌরসভা এলাকার মসজিদপাড়ার মৃত রাবুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরেছিলেন রাহিদ। পথে ওই সেন্টারের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস