বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।
অসীম ও ইসহা তৈলকুপি গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই অসীম ও বড় ভাই ইসহাকের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অসীম লাঠি ও ইট দিয়ে ইসহাককে আঘাত করলে
গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অসীমকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস