উপ-মন্ত্রী বুধবার (০৭ আগস্ট) রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘ডেঙ্গুরোধে করণীয় ও সতর্কতা শীর্ষক’ ইনফোগ্রাফিকের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নওফেল বলেন, ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর বসবাস।
দলমত নির্বিশেষে সবাইকে এই সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নওফেল বলেন, যে জাতি নয় মাসে দেশ স্বাধীন করতে পারে সে জাতি মশার কাছে পরাস্ত হতে পারে না।
উপমন্ত্রী ধানমন্ডির পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউল্যাব, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি এবং পিপলস ইউনিভার্সিটি।
ইনফোগ্রাফিক অনুযায়ী ডেঙ্গুরোধে করণীয়
ফ্রিজ, এয়ারকন্ডিশনার বা অ্যাকুয়ারিয়াম, বাথরুম, ঘর ও ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমে থাকা পানি তিনদিনের মধ্যে পরিবর্তন। বাসা বাড়ির আসে-পাশে ঝোপ-ঝাড়, সীমানা দেয়ালের মাঝে এবং পার্কিংসহ কোথাও পানি জমতে না দেওয়া। টায়ার, মাটির পাত্র, টিনের কৌটা, কাঁচের পাত্র, ডাব বা নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদে এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানির নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ।
দিনের বেলা ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার। আবাসিক ও অফিস ভবনের দরজা ও জানালায় নেট ব্যবহার।
লম্বা হাতার শার্ট, কামিজ ও পায়জামা পরিধান এবং পা ঢাকা যায় এমন কাপড় পরিধান। মশা নিধক কয়েল, ম্যাট, স্প্রে, তেল ও ক্রীম ব্যাবহার করুন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআইএইচ/জেডএস