ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুষমা স্বরাজের প্রতি বাংলাদেশ হাইকমিশনারের শ্রদ্ধা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
সুষমা স্বরাজের প্রতি বাংলাদেশ হাইকমিশনারের শ্রদ্ধা  সুষমা স্বরাজের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী

ঢাকা: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুষমার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।

বুধবার (৭ আগস্ট) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

নয়াদিল্লিতে সুষমার বাসভবনে গিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।  

এসময় তিনি সুষমা স্বরাজের কন্যা বানসুরি স্বরাজের সঙ্গে আলাপে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন। বানসুরি এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ৬ আগস্ট রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।