বুধবার (৭ আগস্ট) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
এসময় তিনি সুষমা স্বরাজের কন্যা বানসুরি স্বরাজের সঙ্গে আলাপে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন। বানসুরি এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ৬ আগস্ট রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
টিআর/এএ