ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতখানে ইয়াবাসহ ২ স্কুলছাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
দৌলতখানে ইয়াবাসহ ২ স্কুলছাত্রী আটক

ভোলা: ভোলার দৌলতখানে আট পিস ইয়াবাসহ দুই স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা সদরের উত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার দুই স্কুলছাত্রী হলো- চরখলিফা ইউনিয়নের আলাউদ্দিনেন মেয়ে হাবিবা (১৬) ও একই এলাকার আ. হকের মেয়ে আইরিন (১৫)।

তারা দুই জনেই উপজেলার পৃথক দুটি স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের উত্তর বাজার থেকে হাবিবা ও আইরিনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে আট পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার ৯২০ টাকাও জব্দ করা হয়।
  
তারা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে দৌলতখান থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।