তিনি বলেন, মায়ের দুধ সেবনে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। ফলে শিশুমৃত্যুর ঝুঁকি কমে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ইউএনডিপির টাউন ম্যানেজার, সিডিপির নারী নেত্রীসহ সিসিকের অন্য কর্মকর্তারা।
এরআগে দিবসটি উপলক্ষে নগর ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনইউ/এএ