ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নবজাতকের আদর্শ পুষ্টি মায়ের দুধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
নবজাতকের আদর্শ পুষ্টি মায়ের দুধ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনায় মেয়র আরিফুল

সিলেট: মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার  মন্তব্য করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মায়ের দুধের প্রতিটি উপাদানই শিশুর বেড়ে ওঠার জন্য অত্যাবশ্যকীয়।

তিনি বলেন, মায়ের দুধ সেবনে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। ফলে শিশুমৃত্যুর ঝুঁকি কমে।

তাই পাড়া-মহল্লায় গিয়ে মায়েদের সচেতন করতে সিডিপিকর্মীদের তাগিদ দেন তিনি।
 
বুধবার (৭ আগস্ট) বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
‘শিশুকে মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবিকাঠি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, ইউএনডিপির টাউন ম্যানেজার, সিডিপির নারী নেত্রীসহ সিসিকের অন্য কর্মকর্তারা।
 
এরআগে দিবসটি উপলক্ষে নগর ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।