ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে নৌকা থেকে পড়ে মাঝির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
আত্রাইয়ে নৌকা থেকে পড়ে মাঝির মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকা থেকে পড়ে গিয়ে মাহফুজ হোসেন (৩৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আত্রাই নদীর হাসপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মাহফুজ সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর গ্রামের আবুল প্রামানিকের ছেলে।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সিংড়ার আত্রাই নদীর ফেরিঘাট এলাকা থেকে একটি নৌকা কয়েকজন যাত্রী নিয়ে নওগাঁর পতিসরের দিকে যাচ্ছিলো। নৌকাটি হাসপুকুরিয়া এলাকায় পৌঁছালে সেখানকার একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যান নৌকার মাঝি মাহফুজ। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।