বুধবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আত্রাই নদীর হাসপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহফুজ সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর গ্রামের আবুল প্রামানিকের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সিংড়ার আত্রাই নদীর ফেরিঘাট এলাকা থেকে একটি নৌকা কয়েকজন যাত্রী নিয়ে নওগাঁর পতিসরের দিকে যাচ্ছিলো। নৌকাটি হাসপুকুরিয়া এলাকায় পৌঁছালে সেখানকার একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যান নৌকার মাঝি মাহফুজ। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি