বুধবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জেলা সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় দুই দল মাদকবিক্রেতার মধ্যে ঝামেলা হচ্ছে।
খোঁজ নিয়ে বুধবার বিকেলে জানা যায়, ওই যুবকের নাম রিপন। তার বিরুদ্ধে শেরপুর-জামালপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল হকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। আহত চার পুলিশ সদস্য শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস