বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েকজন অভিভাবক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এ হামলা চালিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বাংলানিউজকে জানান, একদল সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে তিনিসহ শিক্ষক আজিজুর রহমান, একে আজাদ, মজিবর রহমান এবং নাজমুলকে মারধর করেছেন। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপরও হামলা করে তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএস/আরআইএস/