ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ

ব‌রিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। 

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।  

জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েকজন অভিভাবক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এ হামলা চালিয়েছে।



বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বাংলানিউজকে জানান, একদল সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে তিনিসহ শিক্ষক আজিজুর রহমান, একে আজাদ, মজিবর রহমান এবং নাজমুলকে মারধর করেছেন। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপরও হামলা করে তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।  

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।