ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর আবেদন: বখাটে ওসমানকে ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
স্কুলছাত্রীর আবেদন: বখাটে ওসমানকে ৬ মাসের কারাদণ্ড ওসমান ভূঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়া: বখাটের উত্ত্যক্ত ও বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে স্কুলছাত্রী মোমিনা আক্তার নিজেই লিখিত অভিযোগ নিয়ে দারস্থ হয়েছিল দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।

স্কুলছাত্রীর সেই অভিযোগ পাওয়ার একদিন পর বুধবার (৭ আগস্ট) রাতে জেলার আশুগঞ্জের ইউএনও মো. নাজিমুল হায়দার ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত বখাটে ওসমান ভূঁইয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।  

এ বিষয়ে ইউএনও নাজিমুল বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীর আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে আমার কার্যালয়ে হাজির হতে বলি।

সেখানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা শেষে দণ্ডবিধির ৫০৯ ধারায় বখাটে ওসমানকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ওসমানকে সহযোগিতা করেছিল তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

স্কুলছাত্রী মোমেনা আক্তার জানায়, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে সন্তুষ্ট। আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে চাই। এই বিষয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, সরাইল উপজেলার বেড়তলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোমিনা আক্তার। গত চার বছর আগে তার বাবা দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। সেই থেকে তার পরিবার নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এ সুযোগে উপজেলার বইগর গ্রামের শেখ সাদি ভূঁইয়ার বখাটে ছেলে ওসমান প্রায়ই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতো। ওসমানের পরিবারের কাছে এ বিচার চাওয়ায় ওই বখাটে স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ে করার ঘোষণা দেন। কয়েকদিন আগে বখাটের পক্ষ থেকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সজিব ভূঁইয়া ও আকবর ভূঁইয়া, মলাই ভূঁইয়া এবং শাহ আলম ভূঁইয়া ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তার মাকে মেয়েকে ওসমানে সঙ্গে বিয়ে দিতে চাপ সৃষ্টি করেন।

এদিকে, এ বিয়ের খবর শুনে স্কুলছাত্রী মোমিনা বাড়ি থেকে পালিয়ে জেলার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে বড় ভগ্নিপতি জাবেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। শনিবার (৩ আগস্ট) বখাটে ওসমান সেখানে গিয়ে মোমিনাকে ধরে আনার চেষ্টা করে।  

এ বিষয়ে প্রতিকার চেয়ে ওসমানের বিরুদ্ধে গত সোমবার (৫ আগস্ট) আশুগঞ্জের ইউএনও ও সরাইল উপজেলার ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করে স্কুলছাত্রী মোমিনা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।