ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রাণ নিয়ে ফেরার পথে নৌকা ডুবি, উদ্ধার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
ত্রাণ নিয়ে ফেরার পথে নৌকা ডুবি, উদ্ধার ১১

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবি ঘটনা ঘটেছে। এ সময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ আগস্ট) রাত ৮টায় উপজেলার চুকাইবাড়ি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার  অভিযান চালাচ্ছেন।

তবে নদীতে প্রবল ঢেউ আর প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার কাজে ব্যহত হচ্ছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন বাংলানিউজকে জানান, ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে চুকাইবাড়ি এলাকার মেঘনা নদীতে নৌকা  ডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।