ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ২ হাজার বস্তা ভিজিডির চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
হবিগঞ্জে ২ হাজার বস্তা ভিজিডির চাল জব্দ হবিগঞ্জে জব্দ হওয়া ভিজিডির চাল। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় অভিযান মেসার্স সুরমা অটোরাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল থেকে দুই হাজার বস্তা ভিজিডির চাল জব্দ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৭ আগস্ট) রাতে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা ও আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই অটোরাইস মিলে থাকা দুই হাজার বস্তা চাল জব্দ করা হয়েছে।

তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।