মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে বলে (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভিকটিমের বাবা রাজা মিয়া (৪০) লিখিত অভিযোগে বলেন, রকি নামে এক ব্যক্তি কিছু অজ্ঞাত বন্ধুর সহায়তায় তার ১৩ বছরের শিশু কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে রাজধানীর ডেমরা এলাকায় আটকে রাখে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণের অভিযুক্ত রকিকে আটক করা হয়। রকি ভিকটিমকে প্রাইভেট পড়াতো। বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করে।
আটকের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএমআই/আরবি/