বুধবার (৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মফিজ কিশোরগঞ্জ জেলার আব্দুল হামিদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় দুদকের সহকারী পরিচালক বজলুর রশিদ, উপ-সহকারী পরিচালক এনামুল হক ও নাজমুল হুদা যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।
ওই দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান সহকারী পরিচালক বজলুর রশিদ। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএএএম/আরবি/