ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত পানি সচিব পর্যায়ের বৈঠক শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
বাংলাদেশ-ভারত পানি সচিব পর্যায়ের বৈঠক শুরু

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দু’দেশের পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এ বৈঠক শেষ হবে। বৈঠকে দু’দেশের নদ-নদীর পানিবন্টন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পানিসম্পদ সচিব উপেন্দ্র প্রাসাদ সিং।

সূত্র জানায়, দীর্ঘ আট বছরের বেশি সময় পরে দু’দেশের পানি সচিবদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছর দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেসময় সাইড লাইনে বাংলাদেশ-ভারতের পানি সচিবের মধ্যেও একটি বৈঠক হয়। বৈঠকে পানি সচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সে অনুযায়ী ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।