বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় শাকিলাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহকর্তার ছেলে শ্রাবণ জানান, তারা পুরানা পল্টনের ৫১/৩ জাহান টাওয়ারের ৬ষ্ঠ তলায় থাকেন। তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো শাকিলা। সিসিটিভি ক্যামেরায় ভবন থেকে শাকিলাকে লাফ দিতে দেখে সিকিউরিটি গার্ড তাদেরকে ফোন দেয়। নিচে গিয়ে দেখা যায় শাকিলাকে ভ্যানে তোলা হচ্ছে। এরপর তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।
ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এইচএডি/