শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দুর্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওল্টু মিয়া একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রামের দেলোয়ার মিয়ার ট্রাক্টরে চড়ে মাটি কাটার জন্য যান ওল্টু মিয়া। পরে মাটিভর্তি করে ওই ট্রাক্টরেই ফিরছিলেন তিনি। পথে ঢালু একটি রাস্তা থেকে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়াতে থাকে ট্রাক্টরটি। এক পর্যায়ে ট্রাক্টর থেকে পড়ে চাকার নিচে চাপা পড়েন ওল্টু মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস